জেলা তথ্য অফিস চট্টগ্রামের পরিচালক ও চট্টগ্রাম পিআইডির সাবেক উপপ্রধান তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীরের মা সামসুন্নাহার হাসেম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার দিনগত রাতে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
তিনি ২ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ (বুধবার) বাদ যোহর কুমিল্লা শহরের ঠাকুরপাড়া আল আমিন মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে মরহুমাকে টমচম ব্রিজ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আহসানুল কবীরের মায়ের মৃত্যুতে চট্টগ্রাম পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মো. সাঈদ হাসানসহ সকল কর্মকর্তা-কর্মচারী গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।