Home বাণিজ্যমাইলস্টোন ক্যাম্পাসে প্রবেশ নিষেধ, বিধ্বস্ত ভবনের তিন পাশে উঁচু বেড়া

মাইলস্টোন ক্যাম্পাসে প্রবেশ নিষেধ, বিধ্বস্ত ভবনের তিন পাশে উঁচু বেড়া

by admin

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কাউকে ঢুকতে দিচ্ছে না কর্তৃপক্ষ। কেবল স্কুলের হোস্টেলে থাকা শিক্ষার্থীদের গেট থেকে প্রবেশের এবং বের হওয়ার অনুমতি আছে। অন্য কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

সরেজমিনে আজ বুধবার সকালে দেখা যায়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক বন্ধ করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। প্রধান ফটকের নিরাপত্তা কর্মীদের চারজন ভেতরে বসে রয়েছেন। ফটকের সামনে দাঁড়িয়ে ভেতরে উঁকিঝুঁকি দিচ্ছে শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ মানুষ। বেলা সাড়ে ১১টার দিকে কয়েকজন শিক্ষার্থী গেট ধরে ধাক্কাধাক্কি করে। তবে তাদের কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। সাধারণ মানুষ যারা এসেছে তাদেরও ঘটনাস্থলে যাওয়ার অনুমতি নেই বলে জানিয়ে দেন নিরাপত্তা কর্মীরা।

You may also like

Leave a Comment