Home উত্তর চট্টগ্রামচট্টগ্রামে করোনায় আরও ২ জনের মৃত্যু

চট্টগ্রামে করোনায় আরও ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

by admin

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে জেলাটিতে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। আজ সোমবার চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে ওই দুই ব্যক্তি গত শনিবার মারা যান। তাঁরা হলেন কাজী আব্দুল আওয়াল (৮৫) ও রাবেয়া খাতুন (৯৫)।

আব্দুল আওয়ালের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুরে এবং রাবেয়া খাতুন নগরের কোতোয়ালি থানার ফিরিঙ্গি বাজার এলাকার বাসিন্দা ছিলেন। তাঁরা নগরের ইম্পেরিয়াল হাসপাতালে নিউমোনিয়া-পরবর্তী ফুসফুসের প্রদাহজনিত জটিলতায় ভুগছিলেন।

এদিকে, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও চারজনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে একজন করে এবং শেভরন হাসপাতালের ল্যাবে দুজনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় চলতি বছর মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮। এর মধ্যে নগরে আক্রান্ত ৬৯ জন এবং বিভিন্ন উপজেলায় শনাক্ত হয় ৯ জন।

চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে নগরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।

You may also like

Leave a Comment