৬২
নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভৈরবে বর্ণাঢ্য র্যালি ও কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ ডিসেম্বর, বৃহস্পতিবার সকালে নিসচা ভৈরব শাখার আয়োজনে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নিসচা কার্যালয়ে দুই শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে.এম. মামুনুর রশীদ। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও নিসচা ভৈরব শাখার সভাপতি মোঃ আরিফুল ইসলাম।
কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও ভৈরব শাখার সাধারণ সম্পাদক, দেশসেরা সড়কযোদ্ধা মোঃ আলাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক, ভৈরব হাইওয়ে থানার ওসি মোঃ সাহাবুর রহমান, ভৈরব থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু তালেব, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সুজন, প্রভাষক ইমরান হোসেন, দপ্তর সম্পাদক রাকিব হোসাইন, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

র্যালি শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা কম্বল বিতরণ করেন। এসময় বক্তারা ভৈরব বাসস্ট্যান্ডের দীর্ঘদিনের যানজট নিরসনে প্রশাসনের কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। পাশাপাশি নিসচা প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের দ্রুত আরোগ্য কামনা করেন এবং ভৈরব শাখার দীর্ঘদিনের সড়ক নিরাপত্তা আন্দোলন ও মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন।

উল্লেখ্য, নিসচা ভৈরব শাখা টানা ২৫ বছর ধরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে এবং জাতীয় পর্যায়ে চারবার ‘শ্রেষ্ঠ সংগঠন’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। চলতি বছর ভৈরব শাখার সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন দেশসেরা রোড ফাইটার উপাধিতে ভূষিত হয়েছেন।
নিউজ টুডে / এম.আর রুবেল
