কিশোরগঞ্জের ভৈরবে ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের ৫ম দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) ভৈরব বাজারস্থ ভেনিস বাংলা রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হন মোস্তাক আহমেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. হাফিজ উদ্দিন। উপদেষ্টামণ্ডলীর সর্বসম্মতিক্রমে ঘোষিত ১০ সদস্যের এ প্রাথমিক কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে কে.এম. তারিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো. ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মোজাম্মেল হক শিশির এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে রিফাত আদনান রনির নাম চূড়ান্ত করা হয়।

ভৈরব ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের ৫ম দ্বিবার্ষিক সাধারণ সভায় ব্যাংক কর্মকর্তা জাবেদ ওমর কবিরকে ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন বিগত কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তা মো. হাবিবুর রহমান খোকন, অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও এবি ব্যাংকের কর্মকর্তা মুহাম্মদ নজরুল ইসলাম আপন, কমিউনিটি ব্যাংকের কর্মকর্তা মনিরুজ্জামান মুন্না, এআইবিএল কর্মকর্তা ওমর ফারুক রাসেল, জনতা ব্যাংকের কর্মকর্তা আব্দুস সালাম ও দি প্রিমিয়ার ব্যাংকের কর্মকর্তা জাবেদ ওমর কবিরসহ আরও অনেকে। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন আগের কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন।
ভৈরব ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মনিরুজ্জামান মুন্না বলেন, “এই সংগঠন দেশের অর্থনীতিতে অবদান রাখা মেধাবী ব্যাংকারদের নিয়ে গঠিত। অর্থনীতির পাশাপাশি সমাজ উন্নয়নেও ব্যাংকাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান।”

ভৈরব ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের ৫ম দ্বিবার্ষিক সাধারণ সভা ফুলেল শুভেচ্ছা জনাচ্ছেন।
উপদেষ্টা ওমর ফারুক রাসেল বলেন, “সংগঠনের জন্য একটি স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠা জরুরি।”
সাবেক সাধারণ সম্পাদক জাবেদ ওমর কবীর বলেন, “ভবিষ্যতে ব্যাংকারদের জন্য একটি ব্যাংকার্স ক্লাব এবং ‘ব্যাংকপল্লী’ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যেখানে তাদের পরিবার নিরাপদ পরিবেশে বসবাস করতে পারবে।”
অনুষ্ঠানে হাফিজ উদ্দিন, ইমরান হোসাইন ও রিফাত আদনান রনির সঞ্চালনায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক মিরন মোহাম্মদ তানিম।
নিউজ টুডে / এম.আর রুবেল
