মহান বিজয় দিবস উপলক্ষে ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।কর্মসূচির শুরুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপাচার্য মহোদয়ের নেতৃত্বে ভৈরব দুর্জয় মোড়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একাত্তরের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব মো. জাকির হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ আজিজুল হক, উপাচার্য (ভারপ্রাপ্ত)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. এ.এফ.এম. নাজমুস সাদাত, ডিন, ফ্যাকাল্টি অব সায়েন্স এবং ড. আকিম এম রহমান, ডিন, ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন।

ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বিজয় দিবস উদযাপন। ছবি-নিউজ টুডে
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আজিজুল হক বলেন, মহান মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্ব, আমাদের পরিচয়। একাত্তরের চেতনা ধারণ করেই দেশ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। জ্ঞান, নৈতিকতা ও দেশপ্রেমের সমন্বয়ের মাধ্যমেই একটি উন্নত ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি আরও বলেন, বিজয়ের চেতনা শুধু দিবস উদযাপনে সীমাবদ্ধ নয়, এটি আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলিত হতে হবে।
আলোচনা সভায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, আরিফুন নাহার সানিয়া (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ), ওয়াজিদ রাফতি (ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ) এবং সাবিকুন নাহার সায়মা (ফার্মেসি বিভাগ)। তারা মুক্তিযুদ্ধের ইতিহাস, আত্মত্যাগ এবং তরুণ প্রজন্মের দায়িত্ব নিয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব আব্দুর রশীদ, প্রক্টর, ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নিউজ টুডে / এম.আর রুবেল
