শিরোনাম
Home » সর্বশেষ » ভৈরবে বিজয় দিবসের মেলায় চার দপ্তরের স্টল ফাঁকা; দর্শনার্থীদের সমালোচনা

ভৈরবে বিজয় দিবসের মেলায় চার দপ্তরের স্টল ফাঁকা; দর্শনার্থীদের সমালোচনা

57 / 100 SEO Score

মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছে ভৈরব উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার ভোর ৬টায় ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। পরে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য দুর্জয় ভৈরবের পাদদেশে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়। তবে বেলা বাড়লেও মেলায় দর্শনার্থীদের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম। অধিকাংশ স্টলে লক্ষ্য করা যায় সুনসান নীরবতা।

বিজয় মেলায় মোট ৩০টি স্টল স্থাপন করা হলেও উপজেলা শিক্ষা অফিস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস, সামাজিক বনায়ন ও নার্সারি কেন্দ্র এবং উপজেলা পাট উন্নয়ন অফিসের ব্যানার সংবলিত স্টলগুলো একেবারেই ফাঁকা পড়ে থাকতে দেখা যায়। এসব স্টলে কোনো কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিও ছিল না। বিষয়টি নিয়ে মেলায় আগত সাধারণ দর্শনার্থীরা প্রশ্ন ও ক্ষোভ প্রকাশ করেন।

ভৈরবে উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়।

মেলা দেখতে আসা দর্শনার্থী রনি আহামেদ ও কলেজ শিক্ষার্থীরা হতাশা প্রকাশ করে বলেন, বিজয় মেলার মতো গুরুত্বপূর্ণ আয়োজনে অনেক স্টল ফাঁকা থাকায় আমরা হতাশ। গুরুত্বপূর্ণ দপ্তরগুলো তাদের কার্যক্রম প্রদর্শন করলে নতুন প্রজন্মের শিশু-কিশোররা ইতিহাস ও উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারত। কিন্তু এবারের আয়োজনে নানা অসঙ্গতি ও দায়িত্বহীনতা চোখে পড়েছে। পাশাপাশি প্রচার-প্রচারণাও ছিল অপ্রতুল। যথাযথ প্রচারণা থাকলে আরও বেশি মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা যেত। ভবিষ্যতে সব দপ্তরের সক্রিয় অংশগ্রহণে সুন্দর ও অর্থবহ বিজয় মেলা আয়োজনের দাবি জানান তারা।

এবিষয়ে জানতে, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণক রুমানা আফরোজ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মুঠোফোনে কল করলেও তারা কেউ কল রিসিভ করেনি। উপজেলা সামাজিক বনায়ন ও নার্সারি কেন্দ্রের কর্মকর্তা ইনকিয়াদ ইবনে সাজিদ জানান, তিনি কটিয়াদীতে কর্মরত আছেন এবং ভৈরবে অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। আজ তিনি কটিয়াদীতে আছেন। ভৈরব অফিসে কোন স্টাফ নেই।

এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে.এম মামুনুর রশীদ বলেন, সকাল থেকেই কর্মকর্তারা উপজেলায় উপস্থিত ছিলেন। কোন কোন স্টলে কারা অনুপস্থিত ছিলেন এ বিষয়ে আমার কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

নিউজ টুডে / এম.আর রুবেল

Author

সত্য খবর, সব সময়ই
নিউজ টুডে বিডি টুয়েন্টিফোর ডটকম