শিরোনাম
Home » সর্বশেষ » আজ ভৈরবে প্রথমবার আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

" মঞ্চে পরিচয় করাবেন ৬ আসনের প্রার্থীদের"

আজ ভৈরবে প্রথমবার আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

63 / 100 SEO Score

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ ২২ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে ভৈরবে প্রথমবারের মতো আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি আজ বেলা সাড়ে ১১টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভা থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন এবং বিকেলে ভৈরব উপজেলা স্টেডিয়ামে এক বিশাল জনসভায় অংশ নেবেন।

বেলা সাড়ে ১১টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন। পরে দুপুরদুপুর ১টায় তিনি মৌলভীবাজার জেলার শেরপুর আইনপুর খেলার মাঠে জনসভায় যোগদান করবেন এবং মৌলভীবাজার জেলার প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন। দুপুর আড়াইটায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে জনসভা করবেন এবং হবিগঞ্জ জেলার প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন। এরপর তিনি বিকাল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে জনসভা যোগদান করবেন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন। এবং বিকাল ৫টায় ভৈরব উপজেলা স্টেডিয়াম মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ওই জনসভায় তিনি কিশোরগঞ্জ-৬, জেলার ছয়টি সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং নির্বাচনী দিকনির্দেশনা প্রদান করবেন।

কিশোরগঞ্জ জেলা বিএনপি আয়োজিত ওই নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করবেন কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি ও ভৈরব কুলিয়ারচর আসনের ধানের শীষের প্রার্থী মো. শরীফুল আলম এবং সঞ্চালনা করবেন কিশোরগঞ্জ বিএনপি সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-করিমগঞ্জ আসেনর ধানের শীষের প্রার্থী মো. মাজাহারুল ইসলাম। এ জনসভা সফল করতে সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি, ভৈরব-কুলিয়ারচর আসনের ধানের শীষের প্রার্থী মো: শরীফুল আলম। তাঁর নেতৃত্বে ইতোমধ্যেই সভামঞ্চ নির্মাণ, আসন ও সাজসজ্জার কাজ রাতের মধ্যেই সম্পন্ন করা হয়েছে।

নিরাপত্তার বিষয়ে দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জনসভাস্থলে শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় বিএনপির প্রায় ৩০০ নেতাকর্মীকে প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি সভাস্থলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এরই মধ্যে সিএসএফ (CSF) সদস্যরা ভৈরব উপজেলা স্টেডিয়াম মাঠ পরিদর্শন করেছেন এবং নিয়মিত তদারকি অব্যাহত রেখেছেন বলে জানা গেছে।বিএনপি প্রার্থী শরীফুল আলমসহ কিশোরগঞ্জ জেলা ও ভৈরব উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দিন-রাত পরিশ্রম করে জনসভা সফল করতে মাঠে রয়েছেন। তাদের সঙ্গে অন্যান্য উপজেলা বিএনপি নেতৃবৃন্দও ব্যস্ত সময় পার করছেন। তারেক রহমানের প্রথম আগমন ও বিশাল জনসভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় নেতাকর্মীরা আশা করছেন, তারেক রহমানের এই জনসভা ভৈরব-কুলিয়ারচরসহ পুরো কিশোরগঞ্জ জেলায় ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার করবে।

ভৈরব পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান বলেন, ২২ জানুয়ারির জনসভাকে ঘিরে ভৈরবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কিশোরগঞ্জ জেলা বিএনপি ও ভৈরব উপজেলা বিএনপিসহ জেলার বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা তারেক রহমানের আগমন উপলক্ষে সভামঞ্চ ও নিরাপত্তার জন্য মাঠে সক্রিয়ভাবে কাজ করছেন। মঙ্গলবার রাতের মধ্যেই মঞ্চ নির্মাণ, আসনব্যবস্থা ও সার্বিক সাজসজ্জার কাজ পুরোপুরি সম্পন্ন করা হয়। আমরা আশা করছি, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে এই জনসভা অনুষ্ঠিত হবে। ভৈরব-কুলিয়ারচরসহ কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় দুই লক্ষ মানুষের উপস্থিতি ঘটবে বলে আমাদের বিশ্বাস।

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি, ভৈরব-কুলিয়ারচর আসনের ধানের শীষের প্রার্থী মো. শরীফুল আলম বলেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে। ভৈরব স্টেডিয়ামে আয়োজিত জনসভা কিশোরগঞ্জ জেলার ইতিহাসে একটি স্মরণীয় ও ঐতিহাসিক সমাবেশে পরিণত হবে বলে আমরা বিশ্বাস করি। জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভাটি সফল করতে ভৈরব উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ১সপ্তাহ ধরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। গতকাল রাতেই মঞ্চ প্রস্তুতসহ সার্বিক আয়োজন শেষ করা হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বরাবরই সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করতেন। তাঁর সুযোগ্য পুত্র, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সেই ধারাবাহিকতা বজায় রেখে ২২ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় সিলেটের হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.)-এর মাজার জিয়ারত শেষে আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। পর্যায়ক্রমে তিনি আরও তিনটি জনসভায় অংশ নিয়ে প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং পঞ্চম জনসভা হিসেবে ভৈরব স্টেডিয়ামে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এ সময় তিনি কিশোরগঞ্জ জেলার ছয়জন সংসদীয় প্রার্থীকে জনসম্মুখে পরিচয় করিয়ে দেবেন।

উল্লেখ্য, ভৈরবে তারেক রহমানের এই প্রথম আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যেই এলাকায় ব্যাপক আলোচনা ও রাজনৈতিক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি প্রত্যাশা করছে বিএনপি।

নিউজ টুডে / এম.আর রুবলে

Author

সত্য খবর, সব সময়ই
নিউজ টুডে বিডি টুয়েন্টিফোর ডটকম