শিরোনাম
Home » সর্বশেষ » কুলিয়ারচরে প্রবাসী পরিবারের বসতঘর ভাঙচুরের অভিযোগ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে

কুলিয়ারচরে প্রবাসী পরিবারের বসতঘর ভাঙচুরের অভিযোগ

59 / 100 SEO Score

কিশোরগঞ্জের কুলিয়ারচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রবাসী পরিবারের বসতঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এঘটনায় আজ ১৭জানুয়ারি, শনিবার বিকেলে সংবাদ সম্মেলন করেছে কুলিয়ারচর উপজেলার রামদী গ্রামের ভুক্তভোগী প্রবাসী পরিবার।

সংবাদ সম্মেলন ভুক্তভোগী নারী বিলকিস বেগম অভিযোগ করেন, আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে তাঁর বসতভিটা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেয় রামদী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার ও কুলিয়ারচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মো. মঈনউদ্দিন ও তাঁর পক্ষের লোকজন। তিনি এসময় বলেন রামদী ইউনিয়ন ৮নং ওয়ার্ডের সভাপতি কাসেম আলী, বিএনপি নেতা উজ্জল মিয়া, হারুন মিয়া ও হামিদ মিয়া মঈনউদ্দিনের নেতৃত্বে পরিকল্পিতভাবে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কাবিটা প্রকল্পের রাস্তা নির্মাণের অজুহাতে তাঁর বসতঘর, রান্নাঘর, গাছপালা ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত করেন।

বিলকিস বেগম জানান, তাঁর স্বামী জিল্লুর রহমান ও দুই ছেলে সাইপ্রাস প্রবাসী। তারা বাড়িতে না থাকায় রাস্তা নির্মাণের অজুহাতে ভেকু দিয়ে ঘরবাড়ি ভেঙে দেয়। তাঁর বাড়ির ওপর কুলিয়ারচর সিভিল জজ আদালত (বাজিতপুর চৌকি) থেকে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি আছে। আদালতের আদেশকে উপেক্ষা করে এই নেক্কারজনক ঘটনা মেম্বার মঈনউদ্দিন।
ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক আমাদের ভিটেমাটি ধ্বংস করায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন ভুক্তভোগী। এঘটনায় ভুক্তভোগী নারী প্রশাসনসহ কেন্দ্রীয় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো.শরীফুল আলমের কাছে লিখিত অভিযোগ পাঠিয়েছেন বলে জানান।

অভিযুক্ত ইউপি সদস্য মো. মঈনউদ্দিন দাবি করেন, এটি সরকারি হালট রাস্তা। তারা দখল করে বসতঘর নির্মাণ করেছে। জনস্বার্থে রাস্তা করা হচ্ছে। এখানে আমার কোন স্বার্থ নাই।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মো. নুরুন্নবী জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসিন খন্দকার বলেন, ঘটনাটি তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ টুডে / এম.আর রুবেল

Author

সত্য খবর, সব সময়ই
নিউজ টুডে বিডি টুয়েন্টিফোর ডটকম