১৯ পদাতিক ডিভিশন ভৈরব আর্মি ক্যাম্পের উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতের কম্বল, বস্ত্র ও শিক্ষার্থীদের মাঝে খেলাধুলা সামগ্রী বিতরণ করেছেন।
গত ১১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত ভৈরব শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতার্ত দুস্থ ও নিম্নআয়ের মানুষের হাতে কম্বল ও শীতবস্ত্র তুলে দেন সেনাবাহিনী। এসব শীতবস্ত্র পেয়ে সেনাবাহিনীকে ধন্যবাদ জানান সুবিধাভোগীরা।

এছাড়াও আজ ১৫ জানুয়ারি বৃহস্পতিবার ভৈরব সেনাবাহিনীর সদস্যরা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় পড়ুয়া শিশু-কিশোরদের হাতে খেলাধুলা সামগ্রী তুলে দেন। এই মানবিক সাহায্য অব্যহত থাকবে বলে জানাগেছে।
নিউজ টুডে / এম.আর রুবেল
