শিরোনাম
Home » সর্বশেষ » ১২ ফেব্রুয়ারি ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যেতে হবে- তারেক রহমান

ভৈরব স্টেডিয়ামে নির্বাচনী জনসভায়;

১২ ফেব্রুয়ারি ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যেতে হবে- তারেক রহমান

66 / 100 SEO Score

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়াম মাঠে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টায় তিনি জনসভায় উপস্থিত হয়ে জেলার ৬টি আসনের প্রার্থীকে পরিচয় করিয়ে দেন এবং ধানের শীষের পক্ষে ভোট চান। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, আগামী মাসের ১২ তারিখ দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আপনাদের, আমাদের প্রত্যেকেরই ভোট দেওয়ার অধিকার রয়েছে। রাষ্ট্র ও সংবিধান আমাদের এই অধিকার দিয়েছে। কিন্তু গত ১৫ বছর ধরে জনগণের কাছ থেকে ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। বিগত সময়ে হাজার হাজার নেতাকর্মীরা খুন, গুম ও নির্যাতনের শিকার হয়েছেন।

তিনি বলেন, ২০২৪ সালে দেড় হাজার মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা আবার ভোটের অধিকার ফিরে পেয়েছি। তাই এবার ভোট দিতে হলে শুধু সকাল সকাল গেলেই হবে না। তাহাজ্জতের সময় উঠতে হবে, ফজরের নামাজ পড়ে ঘর থেকে বের হয়ে ভোট কেন্দ্রে যেতে হবে।

আমরা ফ্যামিলি কার্ড চালু করতে চাই -তারেক রহমান

তারেক রহমান অভিযোগ করে বলেন, এবারও একটি দল ষড়যন্ত্র শুরু করেছে। তারা নিরীহ মা-বোনদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি কার্ড সংগ্রহ করছে। যারা এ কাজ করছে তাদের মানুষ চেনে। তিনি বলেন, যারা আজ ষড়যন্ত্র করছে, তারাই ১৯৭১ সালে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। ওই দলের ষড়যন্ত্র মানুষ ৫০ বছর আগেই দেখে ফেলেছে।

তিনি দেশ পরিচালনা নিয়ে প্রশ্ন তুলে বলেন, কারা দেশের জন্য কাজ করবে, কারা দেশকে এগিয়ে নেবে, তা জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে। দেশের মালিক জনগণ। এই মালিককেই ঠিক করতে হবে দেশ সঠিক পথে চলবে কি না।

বিভিন্ন উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ২০০৫ সালে সিলেট যেতে সাড়ে ৪ ঘণ্টা লাগত, এখন লাগে প্রায় ১০ ঘণ্টা। রাস্তা-ঘাটের অবস্থা খারাপ, বিদ্যুতের সমস্যা রয়েছে। খালগুলো খনন করতে হবে। অনেক সমস্যা আছে, তাই অনেক কাজও করতে হবে।

তারেক রহমান বলেন, যারা ১৯৭১ সালে দেশের বিরোধিতা করেছিল এবং গত ১৫ বছরে দেশকে পিছিয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, দল একটাই, বিএনপি। আপনারা আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিন।

তিনি নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে বলেন, আমরা ফ্যামিলি কার্ড চালু করতে চাই, এই কার্ডের মাধ্যমে দরিদ্র মানুষের পাশে দাঁড়াবো। কৃষকদের জন্য থাকবে কৃষি কার্ড। কৃষক ভাইদের সার-বীজসহ প্রয়োজনীয় সব সুবিধা বিনামূল্যে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

ভৈরব স্টেডিয়ামে কিশোরগঞ্জের ৬ আসনের ধানের শীষের প্রার্থী পরিচয় করাচ্ছেন তারেক রহমান

ভৈরব স্টেডিয়ামে আয়োজিত জনসভায় কিশোরগঞ্জ জেলার ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

তিনি তরুণদের জন্য তিনি প্রশিক্ষণ কার্যক্রম চালুর ঘোষণা দিয়ে বলেন, যাতে আমাদের যুব সমাজ দেশে ও বিদেশে চাকরি করার সুযোগ পায়। একইসঙ্গে তিনি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও আলেমদের জন্য সম্মানীর ব্যবস্থা করার কথাও জানান। তিনি বলেন, আমরা আন্দোলন করেছি একসঙ্গে, দেশও গড়বো একসঙ্গে। এসব কাজ বাস্তবায়ন করতে হলে ধানের শীষকে বিজয়ী করতে হবে।

বক্তব্যের শেষদিকে তিনি বলেন, ভোট নিয়ে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে। প্রবাসীদের ভোটও একটি দল নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করেছে। তাই সবাইকে আরও সতর্ক থাকতে হবে। ফজরের নামাজ পড়েই ভোট কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। তিনি উপস্থিত জনতার সামনে ছয়জন প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, আপনারা ধানের শীষে ভোট দিয়ে তাদের জয়যুক্ত করবেন। ধানের শীষ জয়ী হলেই আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে।

কিশোরগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ভৈরব স্টেডিয়ামে আয়োজিত ওই জনসভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি মো. শরীফুল আলম এবং সঞ্চালনায় ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো: ইসরাইল মিয়া।

নিউজ টুডে / এম.আর রুবেল

Author

সত্য খবর, সব সময়ই
নিউজ টুডে বিডি টুয়েন্টিফোর ডটকম