শিরোনাম
Home » সর্বশেষ » কিশোরগঞ্জে ধানের শীষের ৬ প্রার্থীকে মঞ্চে পরিচয় করালেন তারেক রহমান

কিশোরগঞ্জে ধানের শীষের ৬ প্রার্থীকে মঞ্চে পরিচয় করালেন তারেক রহমান

53 / 100 SEO Score

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রথমদিনের প্রচারণার অংশ হিসেবে কিশোরগঞ্জের ভৈরবে পঞ্চম নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
এসময় তিনি বিএনপি মনোনীত কিশোরগঞ্জ-১ আসনের ধানের শীষের প্রার্থী মাজাহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের প্রার্থী এড. মো: জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-৩ আসনের প্রার্থী ড. উসমান ফারুক, কিশোরগঞ্জ-৫ আসনের প্রার্থী সৈয়দ এহসানুল হুদা ও কিশোরগঞ্জ-৬ আসনের প্রার্থী মো. শরীফুল আলমকে মঞ্চে পরিচয় করিয়ে দেন। এদিকে কিশোরগঞ্জ-৪ আসনের প্রার্থী এড.ফজলুর রহমান জনসভায় আসার পথে পথিমধ্যে অসুস্থ হওয়ায় জনসভায় উপস্থিত হতে পারেননি। তিনি ভাগুলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ ২২জানুয়ারি বৃহস্পতিবার ভৈরব স্টেডিয়ামে আয়োজিত জনসভায় নির্ধারিত সময় ৫টার পরিবর্তে রাত সোয়া ১২টায় সভাস্থলে পৌঁছান তারেক রহমান। এসময় তিনি প্রধান অতিথির বক্তব্যে নির্বাচনী দিকনির্দেশনা প্রদান করেন তারেক রহমান। ওই জনসভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি মো. শরীফুল আলম এবং সঞ্চালনায় ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো: ইসরাইল মিয়া।

জনসভাকে ঘিরে এপিবিএন, পুলিশ, র‍্যাব, আনসার সহ সাদাপোশাকে প্রশাসনের লোকজন নিরাপত্তায় নিয়োজিত ছিলো। পাশাপাশি জনসভাস্থলে শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় বিএনপির পক্ষ থেকে ৩০০ নেতাকর্মী দায়িত্ব পালন করেন।
জনসভায় যোগ দিতে বিকাল ৪টার পর থেকেই ভৈরব উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভার ১২টি ওয়ার্ড থেকে খন্ডখন্ড মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা।

স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপি সভাপতি মো: রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো: শাহীন, সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল ইসলাম, উপজেলা যুবদল আহবায়ক দেলোয়ার হোসেন সুজন, সদস্য সচিব আলহাজ্ব আল মামুন, উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক আরিফ মোহাম্মদ ফরহাদ সহ বিভিন্ন স্তরের বিএনপি নেতৃবৃন্দ।

নিউজ টুডে / এম.আর রুবেল

Author

সত্য খবর, সব সময়ই
নিউজ টুডে বিডি টুয়েন্টিফোর ডটকম